নিজস্ব প্রতিনিধি- অবশেষে পদ্মশিবিরে নাম লেখালেন মমতা ‘ঘনিষ্ঠ’ নেত্রী সোনালি গুহ। বিধানসভা নির্বাচনে প্রার্থী না করায় ক্ষুব্ধ সাতগাছিয়ার এই বিদায়ী তৃণমূল বিধায়ক। সোমবার কলকাতার হেস্টিংসে বিজেপির কার্যালয়ে সোনালির হাতে পতাকা তুলে দেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়, শুভেন্দু অধিকারী সহ আরও অনেকে। এবার তৃণমূলের প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছেন বেশ কয়েকজন মন্ত্রী ও তৃণমূল বিধায়ক। এই তালিকায় রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের ছায়াসঙ্গী সোনালি। সাতগাছিয়ার চারবারের বিধায়ক তিনি। তাঁর বদলে এবার সাতগাছিয়ায় মোহনচন্দ্র নস্করকে প্রার্থী করেছে তৃণমূল। প্রার্থী তালিকা থেকে বাদ পড়তেই বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়ের সঙ্গে সাক্ষাৎ করেন সোনালি। এরপরই বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন এই নেত্রী।

Loading