সঞ্জীব দ্ত্ত, দেগঙ্গা – আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নন্দীগ্রামে ভোটের প্রচারে জান। আজ সেখানকার স্থানীয় বিরুলিয়া মন্দির থেকে পূজা দিয়ে গাড়িতে ওঠার সময় তাঁর অভিযোগ  4, 5 জন তাঁকে ধাক্কা মেরে ফেলে দেয়, এবং এতেই তিনি প্রচন্ডভাবে আহত হন তাঁর পায়ে প্রচন্ড যন্ত্রণা সৃষ্টি হয়েছে।

তিনি সাংবাদিক সম্মুখে বলেন যে তিনি এক্ষুনি কলকাতা প্রত্যাবর্তন করছেন। ঘটনার পিছনে, ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি, সেখানে তেমনভাবে পুলিশ ছিল না বা নিষ্ক্রিয় ছিল এমনই অভিযোগ তাঁর মুখ থেকে উঠে আসছে।

 146 total views,  2 views today