নিজস্ব প্রতিনিধি – আগামী সোমবার দিল্লি পৌঁছোবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়কালে বিজেপি বিরোধী একাধিক দলের নেতৃত্বের সঙ্গে বৈঠক সারতে পারেন তিনি। তার আগেই সর্বসম্মতিক্রমে তৃণমূল কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন মনোনীত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন তৃণমূলের দুই সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং সুখেন্দুশেখর রায়। দিল্লিতে তৃণমূল কংগ্রেসের সংসদীয় কমিটির বৈঠক আয়োজিত হয় সম্প্রতি। সেই বৈঠকেই সাংসদদের ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত অনুযায়ী সর্বভারতীয় সংসদীয় কমিটির চেয়ারপার্সন হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের অভিমত, ২৪-এর প্রস্তুতির লক্ষ্যে এক ধাপ এগোল তৃণমূল। তৃণমূলের তরফে দলের রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দু শেখর রায়ের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় সাতবারের লোকসভার সদস্য। একাধিক দপ্তরের মন্ত্রীত্ব সামলেছেন। ৩ বার বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর দেখানো পথে সংসদীয় কমিটির সদস্যরা কাজ করেছেন। সেই অভিভাবকত্বকেই আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হল মাত্র।

Loading