নিজস্ব প্রতিনিধি – অর্থনৈতিকভাবে আফগানিস্তান ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে আফগানিস্তানের অর্থনীতি। এ অবস্থায় তিনি জরুরিভিত্তিতে আফগানিস্তানে তহবিল যোগান দেওয়া ও মানবিক ত্রাণ পাঠাতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাজধানী ইসলামাবাদে ট্রয়কার বৈঠকে একথা বলেন কোরেশি। আমেরিকা, চীন, রাশিয়া ও পাকিস্তান ট্রয়কার সদস্য। বৈঠকে যোগ দিয়েছেন চার দেশের বিশেষ প্রতিনিধিরা।
কোরেশি বলেন, আন্তর্জাতিক তহবিল ফুরিয়ে আসায় আজকে আফগানিস্তান অর্থনৈতিকভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। এমনকি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেয়াও কঠিন হয়ে দাঁড়িয়েছে, কাবুলের একার পক্ষে কোনো উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব নয়।
পাক পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, কোনোভাবে পিছলে গেলে তালেবানের নতুন প্রশাসনের পক্ষে যুদ্ধবিধ্বস্ত দেশ পরিচালনা কঠিন হয়ে পড়বে। তিনি বলেন, আফগানিস্তানের সঙ্গে আলোচনা শুধু অব্যাহত রাখলেই চলবে না বরং বহুমুখী কারণে তা জোরদার করতে হবে।
আফগানিস্তানে তালেবান নতুন করে ক্ষমতায় আসার পর এই প্রথম ট্রয়কার বৈঠক হলো।
205 total views, 8 views today