নিজস্ব প্রতিনিধি – ভারতে গত ২৪ ঘন্টায় কিছুটা বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ১৭৮ জনের সংক্রমণ ধরা পড়েছে। সুস্থ হয়ে উঠেছেন ৩৭ হাজার ১৬৯ জন। আর ৪৪০ জনের মৃত্যু হয়েছে। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্টে অনুয়ায়ী সারা দেশে এখনও পর্যন্ত ৩ কোটি ২২ লক্ষ ৮৫ হাজার ৮৫৭ জনের সংক্রমণ ধরা পড়েছে। করোনা থেকে  সুস্থ হয়েছেন ৩ কোটি ১৪ লক্ষ ৮৫ হাজার ৯২৩ জন। আর মূত্যূহয়েছে হয়েছে ৪ লক্ষ ৩২ হাজার ৫১৯ জন। উল্লেখ্য, এখনও পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ৫৬ কোটি ৬ লক্ষ ৫২ হাজার ৩০ জন।

 136 total views,  2 views today