নিজস্ব প্রতিনিধি – ফের দেশে কমল দৈনিক করোনা সংক্রমণ। কমেছে মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৬,০৮৩ জন। মৃত্যু হয়েছে ৪৯৩ জনের। একদিনে সুস্থ হয়েছেন ৩৭,৯২৭ জন। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩,২১,৯২,৫৭৬। মৃত্যু হয়েছে ৪,৩১,২২৫ জনের। সুস্থ হয়েছেন ৩,১৩,৭৬,০১৫ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ৩,৮৫,৩৩৬। শেষ ২৪ ঘণ্টায় ভ্যাকসিন নিয়েছেন ৭৩,৫০,৫৫৩ জন। এখনও পর্যন্ত দেশে মোট ভ্যাকসিন নিয়েছেন ৫৪,৩৮,৪৬,২৯০ জন।

Loading