নিজস্ব প্রতিনিধি – আগামী সপ্তাহের তৃণমূলে যোগ দিতে পারেন সোমেন মিত্রের স্ত্রী শিখা মিত্র। কয়েকদিন আগে শিখা মিত্রকে ফোন যোগাযোগ করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ইতিমধ্যেই শিখা মিত্রের সঙ্গে দেখা করেছেন সাংসদ মালা রায়। সেখানে তাঁদের মধ্যে বিস্তারিত কথা হয়ে গিয়েছে। সোমবার তিনি আবার তৃণমূল কংগ্রেসে ফিরতে পারেন বলে রাজনৈতিক মহল মনে করছে।
সম্প্রতি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে কড়া চিঠি দিয়ে পদত্যাগের কথা জানিয়েছিলেন সোমেন–পুত্র রোহন। আবার শিখা মিত্র বলেছিলেন, একমাত্র মমতাই হচ্ছেন বিজেপির সঙ্গে লড়াইয়ের প্রধান মুখ।