নিজস্ব প্রতিনিধি – উত্তরবঙ্গে মিম ও আব্বাসুদ্দিনের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)-কে আটকাতে তৃণমূল কংগ্রেসকে সমর্থন জানালো উত্তরবঙ্গ নস্যশেখ উন্নয়ন পরিষদ। উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহার জেলায় মোট ৫টি আসন চেয়েছে নস্যশেখ উন্নয়ন পরিষদ। উত্তরবঙ্গ নস্যশেখ উন্নয়ন পরিষদের কার্যকরি সভাপতি মহম্মদ সারওয়ার্ডি জানান, তাঁরা মালদার খড়বা, কোচবিহার দক্ষিণ ও তুফানগঞ্জ, উত্তর দিনাজপুরের ইটাহার এবং দক্ষিও দিনাজপুরের হরিরামপুর আসনে প্রার্থী দিতে চেয়েছেন। মুসলিম ভোট যাতে ভাগ না হয় তা নিশ্চিত করতে তৃণমূলের দলীয় প্রতীকে দাঁড়াতে চায় নস্যশেখ উন্নয়ন পরিষদের প্রার্থীরা। উত্তরবঙ্গে ৪০ লক্ষ নস্যশেখ রয়েছেন বলে দাবি সংগঠনের। মঙ্গলবার জলপাইগুড়ি প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে উত্তরবঙ্গ নস্যশেখ উন্নয়ন পরিষদের সভাপতি বজলে রহমান এবং কার্যকরি সভাপতি মহ সারওয়ার্ডি জানান, তৃণমূল নেত্রীকে এই বিষয়ে লিখিতভাবে দাবি জানানো হয়েছে।

সূএ:উত্তরবঙ্গ সংবাদ

 154 total views,  2 views today