নিজস্ব প্রতিনিধি – চিনের দম্পতিরা এখন থেকে তিনটি করে সন্তানের জন্ম দিতে পারবেন। জন্মহার বাড়াতে পুরোনো আইনের এই সংশোধন আনা হয়েছে চিনে। শুক্রবার চিনে পাশ হল নতুন জন্ম নিয়ন্ত্রণ আইন। গত মে মাসেই এই ঘোষণা করেছিল চিন সরকার। এবার তা আইনে পরিণত হল। তিন সন্তান নীতিতে ফিরিয়ে আনার  পাশাপাশি নতুন আইনে বলা বয়েছে, সন্তানকে বড় করে তোলার জন্য সরকারের কাছ থেকে মিলবে আর্থিক সাহায্য। সেইসঙ্গে মিলবে পর্যাপ্ত মাতৃত্বকালীন বা পিতৃত্বকালীন ছুটি এবং বাড়ানো হবে কর্মসংস্থানে নারীদের অধিকার। তবে তিন সন্তান নীতি লঙ্ঘনে দিতে হবে বড় অঙ্কের জরিমানা।

Loading