নিজস্ব প্রতিনিধি – টানা মূল্যবৃদ্ধির পর আপাতত পেট্রোল-ডিজেলের দাম স্থিতিশীল। আজ মঙ্গলবার ও পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত রেখেছে রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কোম্পানিগুলি। দুই জ্বালানির নতুন দর আজ ইতিমধ্যেই প্রকাশ করেছে তেল কোম্পানিগুলি। তাতে এদিনও দামের কোনও পরিবর্তন হয়নি।

ভারতের চার মহানগরীতে আজ পেট্রোল ডিজেলের

এর দাম কত? ইন্ডিয়ান অয়েলের তথ্য অনুযায়ী-

দিল্লি   : পেট্রোল:১০৩.৯৭ ডিজেল:        ৮৬.৬৭

মুম্বাই: পেট্রোল:১০৯.৯৮ ডিজেল:         ৯৪.১৪

চেন্নাই: পেট্রোল:১০১.৪০ ডিজেল:         ৯১.৪৩

কলকাতা: পেট্রোল:১০৪.৬৭ ডিজেল:     ৮৯.৭৯

 222 total views,  4 views today