নিজস্ব প্রতিনিধি – প্রথম দিন থেকেই জেলায় জেলায় ‘দুয়ারে সরকার’ বিপুল সাড়া ফেলেছে। আর ‘দুয়ারে সরকার’ প্রকল্পে ক্যাম্পের  ভিড় সামলানোর জন্য প্রশাসন একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করল। বুধবার এ ব্যাপারে আলোচনার জন্য নবান্ন সভাঘরে মন্ত্রী, সচিব ও জেলাশাসকের সঙ্গে প্রশাসনিক বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 নবান্ন সূত্রে জানা গেছে, সোমবার, প্রথম দিনেই ‘দুয়ারে সরকার’-র ক্যাম্পে হাজির হয়েছিলেন ১৫ লাখ মানুষ। শুধুমাত্র ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পতেই আবেদন করেছেন ১০ লাখ  মানুষ। কভিদ পরিস্থিতিতে কীভাবে এই ভিড় নিয়ন্ত্রণ করা যায় তা নিয়ে নবান্নের  বৈঠকে আলোচনা হয়েছে। প্রত্যেকটি জেলার প্রশাসনকে এনিয়ে পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছিলেন মুখ্যসচিব। প্রয়োজনে টোকেন সিস্টেম চালুর পরামর্শ ও দেওয়া হয়েছে।

 196 total views,  2 views today