নিজস্ব প্রতিনিধি – বৃহস্পতিবার দ্য ল্যানসেট জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা গিয়েছে, ২০১৯ সালে মাত্র ৯টি দেশে ৩ লাখ ৫৬ হাজারের বেশি মানুষ চরম তাপদাহের কারণে প্রাণ হারিয়েছেন। এতে আশঙ্কা প্রকাশ করে বলা হয়, চরম আবহাওয়াজনিত মৃত্যুসংখ্যা অপ্রতিরোধ্য, উপরুন্ত তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এটি আরো বাড়ার আশঙ্কা রয়েছে। তাপদাহের ফলে স্ট্রোক, অঙ্গ এবং মস্তিস্কের ক্ষতি হতে পারে এটি পূর্বে জানা থাকলেও ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের নতুন গবেষণায় দেখা গিয়েছে, বিভিন্ন ধরণের হৃদরোগ, ডায়াবেটিস, কিডনির  দীর্ঘস্থায়ী সমস্যা, ফুসফুসের জটিলতার মতো নির্দিষ্ট রোগের জন্য দায়ী জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট চরম তাপমাত্রা সংখ্যার ভিত্তিতে, ১৯৮০ থেকে ২০১৬ সাল পর্যন্ত তীব্র তাপদাহজনিত মৃত্যু ৭৪ শথাংশ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে বিশ্বের উষ্ণ অঞ্চলগুলোতে তাপদাহজনিত মৃত্যুহার পাল্লা দিয়ে বেড়েছে। এই সময়ে ঠান্ডাজনিত কারা মারা গিয়েছেন ১৩ লাখ মানুষ, যা ১৯৯০ সালের পর ৩১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

একটি গবেষণায় ৯টি দেশে সাড়ে ৬ কোটি মৃত্যু বিশ্লেষণ করা হয়েছে- যা বৈশ্বিক তাপমাত্রার পরিসরের ৯৫ শতাংশ এবং বিশ্ব জনসংখ্যার ২৯ শতাংশ।

 144 total views,  6 views today