নিজস্ব প্রতিনিধি  – মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরই কোভিড পরিস্থিতি মোকাবিলায় একগুচ্ছ সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলনে তিনি জানান, এখনই পূর্ণাঙ্গ লকডাউন নয়। আগামীকাল থেকে রাজ্যে সমস্ত লোকাল ট্রেন বন্ধ থাকবে। বিমানে যাতায়াতে কোভিড নেগেটিভ রিপোর্ট লাগবে। বেসরকারি ক্ষেত্রে ৫০ শতাংশ কর্মীকে ওয়ার্ক ফ্রম হোম করাতে হবে। সকাল ৭টা থেকে ১০টা এবং বিকাল ৫টা থেকে ৭টা পর্যন্ত বাজার খোলা থাকবে। সংখ্যায় অর্ধেক হবে রাজ্য পরিবহণের বাস ও মেট্রো। হোম ডেলিভারি পরিষেবা চালু থাকবে। গয়নার দোকান বেলা ১২ থেকে দুপুর ৩টা পর্যন্ত খোলা থাকবে। ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। পাশাপাশি তিনি জানান, সরকারি অফিসে ৫০ শতাংশ হাজিরা করা হয়েছে। শপিং মল, জিম, রেস্তোরাঁ, বার পরবর্তী নির্দেশ পর্যন্ত বন্ধ থাকবে। ৫০ জনের বেশি জমায়েত নয়। তাতেও অনুমতির প্রয়োজন। এদিন তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার পুলিশের তরফে তাঁকে দেওয়া হল গার্ড অফ অনার। রাজভবনে শপথ নিয়ে নবান্নে পৌঁছান মমতা। রাজভবনে তিনি জানান, রাজ্যের কোভিড পরিস্থিতি মোকাবিলা করাই তাঁর প্রথম কাজ হবে। জানা গিয়েছে, কোভিড পরিস্থিতি মোকাবিলায় এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। শয্যা সংখ্যা বাড়াতে আবেদন জানান তিনি। চিঠিতে ভ্যাকসিনের জোগান বাড়াতেও আবেদন জানানো হয়। পশ্চিমবঙ্গে প্রতিদিন ১০ হাজার ডোজ রেমডিসিভির-এর আবেদন জানান তিনি।

সূএ: উওরবঙ সংবাদ

Loading