নিজস্ব প্রতিনিধি- শুষ্ক চেহারা নিল গ্রীষ্ম। দিল্লির মতোই পরিস্থিতি তৈরি হবে কলকাতায়। এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। মার্চ মাসে দক্ষিণবঙ্গে শুষ্ক ও গরম আবহাওয়া চলবে। যার জেরে তাপমাত্রা ৪১ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৬ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ।

Loading