নিজস্ব প্রতিনিধি- করোনা পরিস্থিতিতে এবার ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল চিনের প্রেসিডেন্ট সি জিংপিং। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠানো এক বার্তার মাধ্যমে এমনটাই জানান তিনি। চিনের এক সরকারি সংবাদমাধ্যম এমনটাই দাবি করেছে।

চলতি সপ্তাহের বৃহস্পতিবার চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই চিঠি লেখেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে৷ সেই চিঠিতেই করোনা মোকাবিলায় ভারতের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়। সেখানে উল্লেখ করা হয়েছিল, করোনা ভাইরাস মানবতার শত্রু৷ এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে হবে৷

 126 total views,  2 views today