নিজস্ব প্রতিনিধি – বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও তার ভাই সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে ত্রাণসামগ্রী চুরির অভিযোগে মামলা করা হয়েছে। কান্থি থানায় মামলাটি করেছেন স্থানীয় মিউনিসিপ্যালিটি বোর্ডের সদস্য রত্নদ্বীপ মান্না। গত ১ জুন মান্না থানায় অভিযোগ দেন। এই অভিযোগের ওপর ভিত্তি করে মামলা ফাইল করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, গত ২৯ মে শুভেন্দু এবং তার ভাই সৌমেন্দুর নির্দেশনা অনুযায়ী জোর করে এবং অবৈধভাবে তালা খুলে পৌর অফিসের গোডাউন থেকে সরকারি ত্রিপল নিয়ে যাওয়া হয়েছে। এর আনুমানিক মূল্য কয়েক লক্ষ টাকা। গত নভেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গে মমতা সরকারের মন্ত্রী ছিলেন শুভেন্দু। পরে গত ডিসেম্বরে তিনি বিজেপিতে যোগ দেন। সর্বশেষ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে মমতাকে পরাজিত করেন এই নেতা। বর্তমানে রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হয়েছেন শুভেন্দু।

Loading