নিজস্ব প্রতিনিধি – করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত দেশ। প্রতিদিনই ঝড়ের গতিতে বাড়ছে সংক্রমণ। সেই সঙ্গে তৈরি হয়েছে অক্সিজেন, ভেন্টিলেটর, জীবনদায়ি ওষুধের অভাব। যার ফলে বাড়ছে করোনায় মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে ৩ লক্ষ ২৩ হাজার ১৪৪ জনের সংক্রমণ ধরা পড়েছে। করোনায় মৃত্যু ২ হাজার ৭৭১ জনের। তবে আশার আলো দেখাচ্ছে সুস্থতার হার। দেশে ২৪ ঘণ্টায় করোনা জয় করে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৫১ হাজার ৮২৭ জন। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৭৬ লক্ষ ৩৬ হাজার ৩০৭ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ৪৫ লক্ষ ৫৬ হাজার ২০৯ জন। দেশে করোনার বলি হয়েছেন ১ লক্ষ ৯৭ হাজার ৮৯৪ জন। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ কেস ২৮ লক্ষ ৮২ হাজার ২০৪টি। এখনও পর্যন্ত ১৪ কোটি ৫২ লক্ষ ৭১ হাজার ১৮৬ জন করোনার টিকা নিয়েছেন।

Loading