নিজস্ব প্রতিনিধি – করোনাভাইরাসের ভয়াবহ পরিস্থিতিতে দেশ ছাড়ছে ভারতের ধনী সম্প্রদায়ের লোকজন। তারা আর কেউ ভারতে থাকার ঝুঁকি নিতে চাইছেন না। পালাচ্ছেন সদলবলে। আর তার জেরেই আকাশ ছুঁয়েছে বিমান ভাড়া। এমনকী সব প্রাইভেট জেটও বুকিং হয়ে গেছে। প্রায় সবারই গন্তব‍্যস্থল দুবাই।  সামর্থ্য থাকা ভারতীয়রা সেদিকেই পা বাড়াচ্ছে। মুম্বাই থেকে দুবাইয়ের বিমান ভাড়া সাধারণ সময়ে স্থানীয় মুদ্রায় আট থেকে ১০ হাজার টাকা হয়। এখন তা হয়েছে ৮০ হাজার। দিল্লি থেকে দুবাইয়ের টিকিটও ৫০ হাজারে কিনছে ধনী ভারতীয়রা।

চার্টার বিমান সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, প্রাইভেট জেটের টিকিটের এমন চাহিদাও আগে কখনও দেখা যায়নি। শনিবার দুবাইগামী ১২টি প্রাইভেট জেটের সবকটির আসন ইতোমধ্যেই বুক। ১৩ সিট কিংবা ৬ সিটের জেট প্লেনের জন্য দিতে হচ্ছে ৩৩ হাজারের বেশি রুপি। তাতেও সমস্যা নেই। অন্তত ৮০ জন সেই প্লেনের জন্য নাম লিখিয়ে রেখেছেন। বিদেশ থেকে প্রাইভেট জেট আনানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন মুখপাত্রটি।

Loading