নিজস্ব প্রতিনিধি – শেষ ২৪ ঘন্টায় মৃত্যু সংখ্যা কমেছে বেশ কিছুটা। তবে সংক্রমণ ফের একটু হলেও বেড়েছে। কিন্তূ গত ২৪ ঘন্টায় ২৮,০০,৪৫৮ জন টিকা নিয়েছেন দেশে। তাই টিকাকরণের গতি দেখে একটু হলেও খুশি বিশেষজ্ঞরা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২,২২৪। মৃত্যু হয়েছে ২৫৪২ জনের। সুস্থ হয়েছেন ১,০৭ ,৬২৮ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ৮,৬৫,৪৩২। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২,৯৬,৩৩,১০৫। মৃত্যু হয়েছে ৩,৭৯, ৫৭৩ জনের। সুস্থ হয়েছেন ২,৮৩,৮৮,১০০ জন। দেশে এখনও পর্যন্ত টিকাকরণ হয়েছে ২৬,১৯,৭২,০১৪ জনের।
168 total views, 2 views today