জুলফিকার আলী পাঁশকুড়া – আকস্মিক ঝড়ে পাঁশকুড়ার কনকপুর এলাকা থেকে মেচগ্রাম পর্যন্ত বেশ কিছু দোকান ক্ষতিগ্রস্ত। কনকপুর এলাকায় আকস্মিক ঝড়ে একটি গাছ ভেঙ্গে, বেশ কয়েকটি দোকানের ওপর পড়ে,এছাড়াও বাঁশতলা তে একটি ক্ষিরিশ গাছ ভেঙ্গে রাস্তার ওপর পড়ে, তাছাড়া বেশ কিছু দোকানের চাল উড়ে যায়,যার ফলে ক্ষতিগ্রস্ত অনেক ব্যাবসায়ী।পাঁশকুড়া পৌরসভার 2 নম্বর ওয়ার্ড এলাকায় ক্যানেল পাড়ে অবস্থিত  এলাকাবাসী এই আকস্মিক ঝড়ে খুবই ক্ষতিগ্রস্ত।

ওই ক্ষতিগ্রস্ত এলাকা তৎক্ষনাতই পরিদর্শন করে পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দকুমার মিশ্র, এবং ওয়ার্ডের কাউন্সিলররা

 136 total views,  2 views today