নিজস্ব প্রতিনিধি- করোনাভাইরাসের বেশ কয়েকটি ভ্যাকসিন চলে এসেছে, বিভিন্ন দেশে শুরু হয়েছে এর ব্যবহারও। তবুও ২০২১ সালের মধ্যে করোনা মহামারি পুরোপুরি শেষ হওয়ার চিন্তা ‘অপরিণত’ এবং ‘অবাস্তব’ বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

২০২০ সালে যে হারে সংক্রমণ বেড়েছিল, ২০২১ সালে তা অনেকটাই কমেছে। তবে সাধারণ মানুষের মধ্যে ভাইরাসজনিত সাবধানতাও কিছুটা শিথিল হতে দেখা গেছে। এ অবস্থায় গত ছয় সপ্তাহ ধরে বিশ্বব্যাপী দৈনিক সংক্রমণ বাড়ছে। সংক্রমণ বৃদ্ধির বিষয়টি হতাশাজনক হলেও আশ্চর্যের নয় বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কর্মসূচির প্রধান মাইকেল রায়ান।

সোমবার তিনি সাংবাদিকদের বলেন, এ বছর শেষ হতেই মহামারি শেষ হয়ে যাবে, এটা খুবই অপরিণত ভাবনা। আমার ধারণা, এটা অবাস্তবও।

তবে করোনায় মৃত্যু এবং হাসপাতালে ভর্তি হওয়া কমে যাবে বলে বিশ্বাস করেন এ সংক্রামক রোগ বিশেষজ্ঞ। রায়ান বলেন, ভ্যাকসিন যদি কার্যকরী প্রভাব বিস্তার করে, তাহলে বছর শেষে করোনায় হাসপাতালে ভর্তি এবং মৃত্যু অনেকটাই কমে যাবে। সংক্রমণও নিয়ন্ত্রণে আসবে।

বৈশ্বিক এ মহামারি নিয়ন্ত্রণে স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির যোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেওয়া গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

 238 total views,  2 views today