নিজস্ব প্রতিনিধি – গেরুয়া শিবিরের সংশ্রব ত্যাগ করে সদ্য তৃণমূল শিবিরে যোগদান করেছেন মুকুল রায়। ঘটনায় রাজ্য-রাজনীতিতে নতুন আলোচনার সূত্রপাত হয়েছে। এই পরিস্থিতিতে মুকুল রায়’কে কটাক্ষ করে নৈতিকতার প্রশ্ন তুলে ধরে ফেসবুক পোস্ট করলেন বাবুল সুপ্রিয়। একইসঙ্গে মুকুল রায়কে খোঁচা দিয়ে শেপবুক পোস্টে লেখেন, ‘মুকুলদা যে ধরণের গভীর জলের মাছেদের সঙ্গে ঘোলাজলে সাঁতার কাটতে ভালোবাসেন, সেখানেই খুশি মনে ফিরে গেছেন এটা বেশ ভালোই হয়েছে!’  একপ্রকার ঘটা করে শুক্রবার ঘাসফুল শিবিরে ফেরেন মুকুল রায়। তৃণমূল মুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তাঁকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যোগদান পরবর্তীকালে মুকুল রায়কে বলতে শোনা যায়, ‘বিজেপি করতে পারলাম না। করব না। তাই পুরোনো ঘরে ফিরে এলাম।’ মুকুল রায়ের মতোন একজন অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বের দলবদল প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বাবুল সুপ্রিয় প্রশ্ন তুলে ধরেন রাজনৈতিক নেতাদের গ্রহণ যোগ্যতা নিয়ে। ফেসুবক পেস্টে তিনি লেখেন, ‘রাজনৈতিক নেতাদের মানুষ অপছন্দ কেন করবে না!! কোনও রাজনৈতিক নেতার থেকে ‘নৈতিক’ কিছু মানুষ (আর) আশা করে না – তাদের দোষও দেব না। দলও অনেকেই বদলায়, সেটাও ঠিক আছে। কিন্তু ব্যাডমিন্টনের শাটল-এর মতো এদিক ওদিক করার একটা বয়সও তো আছে। আত্মসম্মান ব্যাপারটা না হয় ছেড়েই দিলাম..’

Loading