নিজস্ব প্রতিনিধি  শরীরের একাধিক জায়গায় আঘাত পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৪৮ ঘণ্টা তাঁকে রাখা হবে বিশেষ পর্যবেক্ষণে। এমনটাই জানিয়েছেন চিকিৎসকেরা।

হাসপাতালের তরফে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর বাঁ পায়ের গোড়ালির হাড়ে প্লাস্টার করতে হয়েছে। পায়ের পাতা, ডান হাত, কাঁধ ও ঘাড়ে আঘাত রয়েছে তাঁর। চিকিৎসার জন্য গঠিত হয়েছে ৮ সদস্যের একটি মেডিকেল টিমও।

নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র পেশ করার পর বিরুলিয়ায় হঠাৎ করেই গাড়িতে ওঠার সময় পায়ে চোট পান মুখ্যমন্ত্রী। তিনি যন্ত্রণা অনুভব করতে থাকায় তাঁকে পূর্ব মেদিনীপুর থেকে গ্রিন করিডোর করে এক ঘন্টা ৪৫ মিনিটের মধ্যেই নিয়ে যাওয়া হয় কলকাতা এসএসকেএম হাসপাতালে। মুখ্যমন্ত্রীকে এসএসকেএমে নিয়ে যাওয়ার আগেই সেখানে পৌঁছোন তাঁর ভাইপো তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী অরূপ বিশ্বাস সহ তৃণমূল কংগ্রেসের বহু নেতা।

সূএ: উত্তরবঙ্গ সংবাদ

 156 total views,  2 views today