নিজস্ব প্রতিনিধি – রাজ্যে প্রভাব বিস্তার করছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। যার ফলে নিম্নচাপের জেরে বঙ্গে প্রবেশ করেছে বর্ষা। আগামী তিন থেকে চার দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯১ শতাংশ। এদিন কলকাতার আকাশ মেঘলা ছিল। বিকেলের পর থেকে কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হচ্ছে। যার জেরে সোমবার ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূমে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ উপকূলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

 150 total views,  2 views today