জুলফিকার আলী দীঘা-  সামুদ্রিক ঘূর্ণিঝড় ইয়াসের জেরে ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে বঙ্গোপসাগরীয় সমুদ্র উপকুলবর্তী গ্রামগুলি। ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দুই চব্বিশ পরগনা সহ পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ণ অঞ্চল। তাই পূর্ব মেদিনীপুরের সমুদ্র  উপকুলবর্তী এলাকায় পরিদর্শন করতে এলেন সাত সদস্যের এক কেন্দ্রীয় প্রতিনিধি দল। কপ্টারে করে দিঘা আসেন সাত সদস্যের ওই দল। কপ্টার থেকে নেমে তাঁরা সোজা চলে যায় দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের অফিসে। প্রতিনিধি দলের সঙ্গে ছিল কাঁথি মহকুমা শাসক অদিত্য বিক্রম মোহন ইরানী। এছাড়াও একাধিক প্রশাসনিক আধিকারীরা। সূত্রের প্রকাশ, মহকুমা শাসক ও প্রশাসনের আধিকারিকদের সঙ্গে একটি বৈঠকও করে প্রতিনিধি দলটি। পরে সেখান থেকে তাঁরা সোজা চলে যায়  দীঘা, শঙ্করপুর, তাজপুর, চাঁদপুর সহ বিভিন্ন এলাকায় পরিদর্শননে।

 118 total views,  2 views today