নিজস্ব প্রতিনিধি – ইউরোপে করোনা সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা গেছে যে, ইউরোপ আবার মহামারীর কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। রয়টার্সের একটি তথ্য অনুসারে, বিশ্বব্যাপী গড়ে সাত দিনের সংক্রমণের অর্ধেকেরও বেশি এবং সাম্প্রতিক মৃত্যুর প্রায় অর্ধেকের মৃত্যু হচ্ছে ইউরোপে। গত বছরের এপ্রিলে সারা বিশ্বে সংক্রমণের শীর্ষে ছিল ইতালি। ইতালির সেই সংক্রমণের পর বর্তমানে ইউরোপে মৃত্যুহার‌ সবচেয়ে বেশি।

এর ফলে ২৫ ডিসেম্বর খ্রিস্টানদের বড়দিনের আগে বেশ কয়েকটি দেশে আবার লক-ডাউন ঘোষণা করার ব্যাপারে চিন্তা করছে। নেদারল্যান্ড, জার্মানি, অস্ট্রিয়া এবং চেক প্রজাতন্ত্র করোনার বিস্তার রোধে ব্যবস্থা নিচ্ছে বা পরিকল্পনা করছে।

তত্ত্বাবধায়ক নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুট শনিবার থেকে তিন সপ্তাহের আংশিক লকডাউন ঘোষণা করেছেন। শুক্রবার সন্ধ্যায় একটি ভাষণে তিনি বলেছেন, “সর্বত্র ভাইরাস রয়েছে এবং সর্বত্র লড়াই করা দরকার।”

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন শুক্রবার ইউরোপে আবার করোনার হার বাড়াকে “ঝড়ের মেঘ” হিসাবে বর্ণনা করেছেন। করোনার জন্য ইউরোপের অর্থনীতিতে অনেক দিন মন্দা চলছিল। এখন সেই অবস্থা থেকে উঠে আসার যে চেষ্টা, সেটি আবার বাধাপ্রাপ্ত হবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে থাকবে পশ্চিমবঙ্গের ২৪ পরগনা। এছাড়া ভারতের দক্ষিণ অন্ধ্রপ্রদেশের কিছু অংশকে চিহ্নিত করা হয়েছে।

 62 total views,  2 views today