নিজস্ব প্রতিনিধি – প্রতিদিন সকাল ছটায় পেট্রোল ডিজেলের দাম এসএমএস করে জানিয়ে দেয় অয়েল কোম্পানি গুলো।আজও অপরিবর্তিতই থাকল পেট্রোল ও ডিজেলের মূল্য। বুধবার পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন ঘটে নি । এই নিয়ে টানা ২০ দিন পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত থাকল।
এর আগে গত ৪ নভেম্বর কেন্দ্র সরকার পেট্রোল ও ডিজেলের ওপর উৎপাদন শুল্ক কম করেছিল। এতে দুই জ্বালানির দাম কিছুটা কমেছিল। তারপর থেকে এক রয়েছে পেট্রোল ও ডিজেলের দাম। আইওসিএল-এর ওয়েবসাইট অনুযায়ী, আজ কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৪.৬৭ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে ৮৯.৭৯ টাকা।
106 total views, 2 views today