নিজস্ব প্রতিনিধি – পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট হবে সবচেয়ে আলোচিত কেন্দ্র নন্দীগ্রামে। আজ ১ এপ্রিল নন্দীগ্রামসহ চার জেলায় ভোট গ্রহণ করা হবে ৩০ টি আসনে। এদিন ১৭১ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হয়ে যাবে।

পশ্চিমবঙ্গে বিধানসভার ভোটের দ্বিতীয় দফার আসন গুলোর মধ্যে আলোচিত আসন নন্দিগ্রাম। ২৯৪ আসনের মধ্যে আট দফার ভোটের সবচেয়ে হাইভোল্টেজ কিংবা নজরকাড়া আসনও এটি। তৃণমূলের হয়ে মমতা বন্দ্যোপাধ্যয়, বিজেপির হয়ে শুভেন্দু অধিকারী এবং বামফ্রন্ট মোর্চার মীনাক্ষি মুখোপা্ধ্যায় নন্দীগ্রাম আসনে প্রধান প্রতিদ্বন্দ্বী। ভোটের ৪৮ ঘণ্টা আগে মঙ্গলবার বিকেল থেকেই প্রার্থীরা প্রচার প্রচারণা শেষ করেন। কিন্তু এর আগে দিনভর নন্দীগ্রাম সাক্ষী থাকলো ঐতিহাসিক প্রচারণা দেখে। শুভেন্দুর হয়ে খোলা জিপে প্রায় ১০ কিলোমিটার রোডশো করেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। এদিকে রোডশোয় অংশ নিয়ে নন্দীগ্রামের মানুষের কাছে পৌঁছানোর শেষ মুহুর্তের চেষ্টা করেন মমতাও। এই দুই প্রার্থীর চেয়ে বয়সে অনেক ছোট হলেও মোর্চা প্রার্থী মীনাক্ষি মুখোপাধ্যায়ও শেষদিনটিকে কাজে লাগাতে মরিয়া চেষ্টা চালিয়েছেন। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও দক্ষিণ ২৪ পরগনা জেলার বাকি ২৯ আসনের বিজেপি-তৃণমূল-মোর্চার প্রার্থীরা প্রচার শেষ করেন সময় মতো।

 140 total views,  2 views today