শান্তি রায়চৌধুরী: জমজমাট কোয়ার্টার ফাইনাল শেষে নির্ধারিত হয়েছে ইউরো কাপের সেমিফাইনালের লাইনআপ। আজ থেকে শুরু হবে চার দলের ফাইনালে ওঠার লড়াই। ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের এ আসরের সেরা চারের আগেই বাদ পড়ে গেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, বর্তমান ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল ও বিশ্বের এক নম্বর দল বেলজিয়ামসহ হেভিওয়েট সব দল।
ইউরোতে এবার ডেনমার্ক দারুন চমক দিচ্ছে। ২৯ বছর পর সেমিফাইনালে উঠেছে তারা। আর অধরা সাফল্যের খোঁজে ২৫ বছর পর সেরা চারের টিকিট অর্জন করতে পেরেছে ইংল্যান্ড। ইউরো কাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে এ দুই দল। আগামী ৭ জুলাই (বুধবার) ভারতীয় সময় রাত ১২.৩০মিনিটে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে হবে ম্যাচটি।
অন্যদিকে প্রথম সেমিফাইনাল ম্যাচটি হাইভোল্টেজ। এ ম্যাচে লড়বে সর্বোচ্চ তিনবারের ইউরো চ্যাম্পিয়ন স্পেন ও টানা ৩২ ম্যাচ অপরাজিত থাকা ইতালি। মঙ্গলবার (৬ জুলাই) রাত ১২.৩০ মিনিটে হবে ম্যাচটি। এই ম্যাচের ভেন্যুও ওয়েম্বলি। দুই সেমিফাইনালের জয়ী দলকে আগামী রবিবার (১১ জুলাই) ভারতীয় রাত ১২.৩০ মিনিটে হবে শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচ। দুই সেমিফাইনালের মতো ফাইনাল ম্যাচটিও হবে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে।
ইউরো কাপের সেমিফাইনালের সূচি
প্রথম সেমিফাইনাল: ইতালি বনাম স্পেন – ৬ জুলাই, রাত ১২.৩০ মিনিট।
দ্বিতীয় সেমিফাইনাল: ইংল্যান্ড বনাম ডেনমার্ক – ৭ জুলাই, রাত ১২.৩০ মিনিটে।
174 total views, 4 views today