আজকের (২২ অক্টোবর,২০২১) রাশিফল সঙ্গে অব্যর্থ টোটকা

বিশ্ববাংলা সেরা সম্মান ২০১৮, মাদার টেরেজা স্মারক সম্মান ২০১৮,

 বঙ্গরত্ন গৌরব সম্মান ২০১৮ দ্বারা অলংকৃত

আচার্য্য শিবু শাস্ত্রী

আচার্য্য, শাস্ত্রী, প্রাক শাস্ত্রী, রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থানম

(ভারত সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক দ্বারা পরিচালিত)

জ্যোতিষ ভারতী, জ্যোতিষ শাস্ত্রী, জ্যোতিষ আচার্য, তান্ত্রিকাচার্য্য,

জ্যোতিষ এশিয়াশ্রী উপাধি প্রাপ্ত (স্বর্ণপদক প্রাপ্ত)

যোগাযোগ – ৯৮৩০২৯২১৭৪

Email : acharyashibusastri@gmail.com

 

আজকের টোটকা

কারবারে কু-নজর খন্ডন করার টোটকা

এক টুকরো ফিটকিরি ও এক টুকরো কয়লা কালো কাপড়ে মুড়ে দোকানে বা ব্যবসাস্থলে ঝুলিয়ে রাখবেন। ঠাকুর স্থানে বা ক্যাশ বাক্সে ধনদা লক্ষ্মী যন্ত্রম্‌ রাখতে হবে। আর সেই সঙ্গে নিত্য আরতি করতে হবে।

সুস্বাস্থ্যের টোটকা

গাঁটের ব্যথায় যে গুরুজন কষ্ট পাবে।

ছাতিমের ছাল সিদ্ধ করে এক কাপ খাবে।।

 

আধ্যাত্মিক উপাচারে যেকোনো সমস্যার সমাধান পেতে এবং জ্যোতিষ শাস্ত্রে শিক্ষালাভের জন্যযোগাযোগ করুন

 256 total views,  6 views today