আজকের (২২ নভেম্বর, ২০২১) রাশিফল সঙ্গে অব্যর্থ টোটকা
বিশ্ববাংলা সেরা সম্মান ২০১৮, মাদার টেরেজা স্মারক সম্মান ২০১৮,
বঙ্গরত্ন গৌরব সম্মান ২০১৮ দ্বারা অলংকৃত
আচার্য্য শিবু শাস্ত্রী
আচার্য্য, শাস্ত্রী, প্রাক শাস্ত্রী, রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থানম
(ভারত সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক দ্বারা পরিচালিত)
জ্যোতিষ ভারতী, জ্যোতিষ শাস্ত্রী, জ্যোতিষ আচার্য, তান্ত্রিকাচার্য্য,
জ্যোতিষ এশিয়াশ্রী উপাধি প্রাপ্ত (স্বর্ণপদক প্রাপ্ত)
যোগাযোগ – ৯৮৩০২৯২১৭৪
Email : acharyashibusastri@gmail.com
আজকের টোটকা
লক্ষ্মী লাভ করার টোটকা
আপনি লক্ষ্মী লাভ করার জন্য এই প্রয়োগটি করতে পারেন। এই প্রয়োগটি বৃহস্পতিবার বিশেষ কোনো পূির্ণমা তিথিতে করতে পারেন। প্রয়োগটি ৬০ দিন করতে হবে আর পূর্ব অথবা পশ্চিম দিকে বসে মন্ত্র জপ করতে হবে। আপনি আসনে বসে একটি নারকেল আপার সামনে রাখবেন। এরপর ধূপ-ধূনো, বাতি দিয়ে পূজো করবেন এবং ১০৮ বার এই মন্ত্র জপ করবেন।
‘‘ওঁ শ্রীং হ্রীং ক্লীং শ্রীং সিদ্ধ লক্ষ্যৈ নমঃ’’
রোগ মুক্তির টোটকা
দেশের মাটিতে ফলে নানা ধরণের লেবু।
লেবু গুণে বহু ব্যধি হয়ে যায় কাবু।।
আধ্যাত্মিক উপাচারে যেকোনো সমস্যার সমাধান পেতে এবং জ্যোতিষ শাস্ত্রে শিক্ষালাভের জন্যযোগাযোগ করুন
বিশিষ্ট শিক্ষকমন্ডলী দ্বারা হাতে কলমে জ্যোতিষ শিখতে চান?শিক্ষান্তে ডিগ্রি প্রদান করা হয়। আজই যোগাযোগ করুন
আচার্য্য শিবু শাস্ত্রী
9830292174 / 6291252790
104 total views, 2 views today