নিজস্ব প্রতিনিধি – গুরুতর অসুস্থ অভিনেত্রী তথা যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। শুক্রবার রাত থেকেই পেটের যন্ত্রণায় ভুগছেন তিনি। ব্যাথা বাড়ায় শনিবার সকালে চিকিৎসক আসেন তাঁকে দেখতে। জানা গিয়েছে, ডিহাইড্রেশন হয়েছে অভিনেত্রীর। পাশাপাশি রক্তচাপও কিছুটা বেড়েছে। বাড়িতেই তাঁর রক্ত পরীক্ষা করার ব্যবস্থা করা হচ্ছে। তবে, কি ভুয়ো টিকাকরণ কেন্দ্র থেকে টিকা নেওয়ার কারণেই এই অবস্থা অভিনেত্রীর? প্রশ্ন উঠেছে অনেকের মনেই। চলতি মাসের ২২ তারিখে করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন অভিনেত্রী। এরপরই প্রকাশ্যে আসে সেখানে ভুয়ো আইএএস অফিসারের পরিচয় দিয়ে দেবাঞ্জন দেবের নেতৃত্বে টিকাকরণ চলছিল। অভিনেত্রীর সূত্রে জানা যায়, সেই টিকাকরণ কেন্দ্রে কোভিশিল্ডের নামে অ্যান্টিবায়োটিক জলে গুলে দেওয়া হয়েছিল। এরপর থেকেই চিন্তিত হয়ে পড়েন মিমি। যদিও জানা যায়নি ভুয়ো টিকাকরণই মিমির অসুস্থতার কারণ কি না।
118 total views, 2 views today