জুলফিকার Ali চন্ডিপুর –  যশ বিধ্বস্ত পূর্ব মেদিনীপুরের চন্ডিপুর বিধানসভা বরাঘুনি শিব রাম বার্ড এস পি  প্রাথমিক বিদ্যালয় এ ও  রামনগর বিধান সভার দুবলা বাড়ি  প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯ টা  হতে সন্ধ্যা ৬ টা  পর্যন্ত  দুটি পর্যায়ে পূর্ব মেদিনীপুর জেলা অ সংগঠিত শ্রমিক কংগ্রেসের উদ্যোগে কলিকাতার রাহাত social society এর সহযোগিতায় ও চন্ডিপুর  ব্লক অসংগঠিত শ্রমিক কংগ্রেস এবং রামনগর ব্লক 2 অসংগঠিত শ্রমিক কংগ্রেসের ব্যবস্থাপনায় তত্ত্বাবধানে আজ সম্পূর্ণ কভিদ 19 এর স্বাস্থ্যবিধি মেনে উভয় স্থানেই কয়েক হাজার মানুষজনকে স্যানিটাইজার মাস্ক খাদ্য বস্ত্র জামা কাপড় ও মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে রোগীদের চিকিৎসা ও সম্পূর্ণ বিনা ব্যয়ে ঔষধের ব্যবস্থা করা হইয়াছিল উক্ত ত্রাণশিবিরে উপস্থিত ছিলেন সোশ্যাল সোসাইটি এর 4 জন বিশিষ্ট চিকিৎসক ও সহযোগী স্বেচ্ছাসেবক 30 জন এর সহযোগিতা এছাড়াও পূর্ব মেদিনীপুর জেলা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের পক্ষে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন পূর্ব মেদিনীপুর জেলা অসংগঠিত শ্রমিকদের চেয়ারম্যান শেখ জিয়াদ.  সাধারণ সম্পাদক ও পূর্ব মেদিনীপুর জেলা  কংগ্রেসের সম্পাদক নির্মল কুমার মাইতি  পূর্ব মেদিনীপুর জেলা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের সাধারণ সম্পাদক রমেন দত্ত . শেখ শামসুর. চন্ডিপুর ব্লকে এর চেয়ারম্যান শেখ ফারুক. জেলা কংগ্রেসের সম্পাদক শেখ তাসলিম আলী. প্রাক্তন জেলা কংগ্রেসের সভাপতি ও এআইসিসির সদস্য শেখ আনোয়ার আলী এছাড়াও বিভিন্ন ব্যাক্তিগন সেইসাথে রামনগর ব্লক 2 এর পক্ষে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন জেলার সম্পাদক প্রলয় ওঝা ও বিশিষ্ঠজনেরা l আজকের এই ত্রাণ শিবিরের পর পূর্ব মেদিনীপুর জেলা অসংগঠিত শ্রমিক কংগ্রেস এর পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হইবে আগামী দিনে জেলার বিভিন্ন প্রান্তে তার জন্য বিভিন্ন ত্রাণশিবির ও মেডিকেল ক্যাম্প এর সুব্যবস্থা করার ব্যবস্থা হইতেছে এবং আগামী দিনেও চলতে থাকবে  l সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য কলিকাতার রাহাত সোশ্যাল সোসাইটি এর সমস্ত সদস্যবৃন্দ দের পূর্ব মেদিনীপুর জেলা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন  করছি  l আগামী দিনে এই ধরনের আরো ক্যাম্প  করার জন্য রাত সোশ্যাল সোসাইটি সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই প্রতিশ্রুতিও আমাদের দিয়েছেন সেই সাথে পুরো মেদিনীপুর জেলা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন যাহাতে করিয়া সমস্ত যশ ক্ষতিগ্রস্ত বিধ্বস্ত প্লাবিত এলাকা গুলি পরিদর্শন কোরিয়া যথোপযুক্ত দলমত নির্বিশেষে ত্রাণ  ও ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয় এবং সমস্ত শ্রেণীর কৃষক. শ্রমিক. পরিবহন শ্রমিক. অটোচালক. টোটো চালক. ভ্যানচালক .স্বাস্থ্যকর্মী. মৎস্যজীবী. চাকুরীজীবী. সমস্ত সম্প্রদায়ের মানুষকে যাতে ভ্যাকসিন এর সুব্যবস্থা করা হয় এই আবেদন রাখছি l

Loading