নিজস্ব প্রতিনিধি – রাজনীতিতে সোনু সুদ যোগ দিচ্ছেন এরকম একটা গুঞ্জন চলছিল দীর্ঘদিন ধরেই। তার মধ্যেই অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে তার সাক্ষাৎকার কৌতুহলটা আরও বাড়িয়ে দিয়েছিল। এরফলে আম আদমি পার্টিতে যোগ নিয়েই সরগরম ছিল রাজনৈতিক মহল। রবিবার সেই জল্পনায় জল ঢাললেন অভিনেতা নিজেই। রাজনীতিতে যোগ দেওয়ার কোনও সম্ভাবনা নেই বলেই জানান তিনি।
তবে জানা গিয়েছে, পঞ্জাবে বিধানসভা নিবার্চনের প্রার্থী হতে চলেছেন সোনু সুদের বোন মালবিকা সুদ। তবে তিনি কোন দলের হয়ে লড়বেন তা এখনও ঘোষণা করেননি। এ বিষয়ে সোনু সুদের বক্তব্য, পঞ্জাবের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য কাজ করতে চান মালবিকা সুদ।
237 total views, 2 views today











