নিজস্ব প্রতিনিধি – বলিউডে রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফের প্রেমের গল্প কারও অজানা নয়। দীর্ঘ দিন তারা সম্পর্কে ছিলেন। কিন্তু বিয়ে করে নতুন অধ্যায় শুরু করার কথা কি ভেবেছিলেন ‘আজব প্রেম কি গজব কাহানি’ ছবির প্রেম ও জেনি? অতীতে এমন প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন ক্যাটরিনা। সম্প্রতি নতুন করে ভাইরাল হয়েছে অভিনেত্রীর সেই সাক্ষাৎকার। যেখানে ক্যাটরিনাকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি রণবীর কাপুরকে বিয়ে করবেন কি না। উত্তরে কী বলেছিলেন নায়িকা? সাক্ষাৎকারে ক্যাটরিনাকে বলতে শোনা যায়, ‘বিয়ে খুবই সুন্দর একটা সম্পর্ক। দুজন মানুষ যখন একে অপরের সঙ্গে সারাজীবন কাটানোর জন্য সম্মত হন, তখনই তাদের বিয়ে করা উচিত। খুব শিগগির আমিও বিয়ে করব।’ ক্যাটরিনা যখন এই সাক্ষাৎকার দেন, তখন রণবীরের সঙ্গে তার প্রেমে ভরা জোয়ার। তাই রণবীরের নাম উল্লেখ না করলেও সবাই ধরে নিয়েছিলেন যে, কাপুর পরিবারেরই বউ হতে চেয়েছিলেন ক্যাটরিনা। কিন্তু এর কিছুদিন পরই ভেঙে যায় তাদের সম্পর্ক।

রণবীর-ক্যাটরিনার বিচ্ছেদ কী কারণে হয়েছিল, তা আজও স্পষ্ট নয়। এই নিয়ে প্রকাশ্যে কেউ কখনও মুখ খোলেননি। ‘আজব প্রেম কি গজব কাহানি’ ছবিটি করতে গিয়ে তারা সম্পর্কে জড়িয়েছিলেন। এরপর ‘রাজনীতি’, ‘জগ্গা জাসুস’-এর মতো ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন। রণবীর কাপুর বর্তমানে বলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে সম্পর্কে রয়েছেন। তাদের বিয়ের পরিকল্পনা রয়েছে বলেও গুঞ্জন। অন্যদিকে, ক্যাটরিনার সঙ্গে অভিনেতা ভিকি কৌশলের প্রেমের গুঞ্জন রয়েছে। তারাও নাকি খুব শিগগির বিয়ে করবেন।

 86 total views,  4 views today