নিজস্ব প্রতিনিধি – রোমে সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ছবি এডিট করে গুজব ছড়ানো হয়েছে। গত ৩০ অক্টোবর ইতালির রোমে পোপের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মোদি। সেই সাক্ষাতের ভাইরাল একটি ছবিতে দেখা যায়, তিনি ট্যাক্সি থেকে নামছেন ভ্যাটিকানে। প্রকৃতপক্ষে ট্যাক্সি ব্যবহার করেননি মোদি। বার্তাসংস্থা এএনআইয়ের টুইট করা মোদির গাড়ির ছবির ওপর অজ্ঞাতনামা ব্যক্তিরা এডিট করে ট্যাক্সির চিহ্ন বসিয়ে দেয়। ছবিতে গাড়ির নাম্বারপ্লেটও পরিবর্তন করা হয়। পরে এডিট করা ছবিটি ভাইরাল হয়ে পড়ে। এডিটেড ছবিটি সূত্র হিসেবে ব্যবহার সামাজিক যোগাযোগমাধ্যমে মোদিকে ট্রল করেন নেটিজেনরা। পরে একাধিক ফ্যাক্টচেকার ছবি যাচাই করে দেখে তা ভুয়া।
269 total views, 4 views today









