নিজস্ব প্রতিনিধি – শোনা যাচ্ছে ফারহান আখতারের বোন পরিচালক জোয়া আখতারের হাত ধরে সুহানা অভিনয়ে অভিষেক করতে চলেছেন। স্টারকিডদের লঞ্চ করার জন্য প্রথমেই নাম শোনা যায় করণ জোহরের। আলিয়া থেকে অনন্যা সকলকেই লঞ্চ করেছেন করণ জোহর। আবার শাহরুখ ও করণ অনেক বছরের বন্ধু। একেবারে গলায় গলায় বন্ধু যাকে বলে। এমন বন্ধুত্ব বলিউডে দেখাই যায়নি কোনওদিন।ফলে প্রায় সকলে ধরেই নিয়েছিলেন শাহরুখের কন্যা সুহানাকে লঞ্চ করবেন তার প্রাণের বন্ধু করণ। কিন্তু শোনা যাচ্ছে, করন নয় জোয়া আখতারের হাত ধরেই সুহানা অভিনয়ে অভিষেক করতে চলেছেন। বিখ্যাত কমিকস ‘আর্চি’-র সিনেম্যাটিক ভার্সন বানাবেন জোয়া। তাতে থাকবেন অনেক ইয়ংস্টার। আর তারমধ্যে বেশ বিখ্যাত একটা চরিত্রে দেখা যাবে সুহানাকে। ছবিটি মুক্তি পাবে নেটফ্লিক্সে।

 100 total views,  4 views today