নিজস্ব প্রতিনিধি – ফ্রান্সের মাঝ সমুদ্রে ডিঙি নৌকা করে ইংলিশ চ্যানেল পার হতে গিয়ে প্রাণ হারালেন কমপক্ষে ২৭ জন শরণার্থী। ফ্রান্সের উত্তর উপকূলের দুর্ঘটনাটি ঘটেছে। মৃতদের মধ্যে পাঁচ জন মহিলা ও একটি শিশু রয়েছে।
জানা গিয়েছে, ফ্রান্সের বন্দর শহর ক্যালে থেকে ছোট নৌকা করে ব্রিটেনের উদ্দেশে রওনা হয়েছিল শরণার্থীদের একটি দল। তবে মাঝ সমুদ্রেই উলটে যায় নৌকাটি।
ঘটনার পরই ফরাসি সরকারের তরফে হেলিকপ্টার ও উদ্ধারকারী নৌকা পাঠিয়ে শরণার্থীদের উদ্ধারকাজ শুরু হয়। শরণার্থীদের অবৈধ উপায়ে ব্রিটেনে পাঠানোর চক্রে জড়িত সন্দেহে ইতিমধ্যেই পাঁচজন দালালকে গ্রেপ্তার করেছে ফ্রান্সের পুলিশ।
273 total views, 4 views today












