নিজস্ব প্রতিনিধি – টানা বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ু। বৃষ্টিতে বিভিন্ন এলাকা জলমগ্ন। বহু বাড়ি ভেঙে গিয়েছে। প্রায় দেড় হাজার মানুষকে ত্রাণশিবিরে সরিয়ে আনা হয়েছে। চারজনের মৃত্যু হয়েছে বলে তামিলনাড়ু সরকারের তরফে জানানো হয়েছে।

মঙ্গলবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেখানে। এদিকে এমনটা চলতে থাকলে পরিস্থিতির আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন,

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপই বৃষ্টির জন্য দায়ী। বৃষ্টির জেরে জনজীবন কার্যত স্তব্ধ। বন্ধ রাখা হয়েছে তিরুভাল্লুর, চেঙ্গলপাট্টু ও কাঞ্চিপুরমের সমস্ত স্কুল ও কলেজ। জরুরি ভিত্তিতে বন্ধ রাখা হয়েছে অফিসও।

ইতিমধ্যে তামিলনাড়ুর সমস্ত উপকূলবর্তী এলাকায় উদ্ধারকাজ শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। চেন্নাইয়ে ট্রেন চলাচলও বিপর্যস্ত। দুর্ঘটনা এড়াতে বেশকিছু জায়গায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

 181 total views,  4 views today