নিজস্ব প্রতিনিধি – মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের রুটিন কোলোনোস্কপি করানো হবে। এসময় তাকে চেতনানাশক ওষুধের মাধ্যমে অজ্ঞান করা হবে। অজ্ঞান থাকার সময়টুকুতে সমস্ত প্রেসিডেনশিয়াল ক্ষমতা থাকবে কমলার হাতে। ইতিহাসের প্রথম নারী হিসেবে এ দায়িত্ব পাবেন তিনি।
শুক্রবার সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকালে ওয়াল্টার রিড মেডিকেল সেন্টারে পৌঁছেছেন বাইডেন। এখানেই তার কোলোনোস্কপি হবে। একজন ভাইস প্রেসিডেন্টের জন্য রাষ্ট্রপতির ক্ষমতা গ্রহণ করা রুটিন কাজ।
এর আগে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ক্ষমতায় থাকাকালে ২০১৯ সালে গোপনে কোলোনোস্কপি করিয়েছেন একই মেডিকেল সেন্টারে। তার সাবেক প্রেস সেক্রেটারি স্টিফানি গ্রিশাম এ দাবি করেছেন। তবে ট্রাম্প কিন্তু তৎকালীন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে সাময়িকভাবে ক্ষমতা হস্তান্তর করেননি।
78 total views, 4 views today