নিজস্ব প্রতিনিধি – যুক্তরাষ্ট্র ভিত্তিক দ্যা আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন বলছে পাকিস্তানের কাছে প্রায় ১৬৫টি পারমানবিক অস্ত্র আছে যা ভারতের জন্য যথেষ্ট উদ্বেগের বিষয়। চীনের অস্ত্রাগারেও রয়েছে ৩৫০টি পারমাণবিক অস্ত্র। পেন্টাগন দাবি করছে চীন দ্রুত আরো বিশাল পরিমান পারমানবিক অস্ত্র তৈরি করছে। আনুমানিক ১৩ হাজার ৮০টি পারমানবিক অস্ত্র রয়েছে বিভিন্ন দেশের কাছে। শুধু রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের কব্জায় রয়েছে এর ৯০ শতাশং অস্ত্র। এসব অস্ত্র বোমা বা ক্ষেপণাস্ত্র হিসেবে ব্যবহারযোগ্য।
161 total views, 4 views today