নিজস্ব প্রতিনিধি – বিশিষ্ট গীতিকার জাভেদ আখতার সক্রিয় রাজনীতি করেন না। কিন্তু মোদি জমানার নানা সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে তার অত্যন্ত মধুর সম্পর্ক। এবার তিনি নিজেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেন। সেখানে বেশ কয়েকটি ইস্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয় তার। যা প্রকাশ্যে নিয়ে আসা হয়নি। গতকাল দিল্লিতে কংগ্রেসের দুই হেভিওয়েট নেতার যোগ দেওয়ার কথা। তাই এমন গুঞ্জনও শুরু হয়েছে, তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন জাভেদ আখতার।
327 total views, 4 views today












