নিজস্ব প্রতিনিধি – গত ২৪ ঘণ্টায় বাড়ল করোনা সংক্রমণ। বুধবারের তুলনায় বৃহস্পতিবার কিছুটা বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। পাশাপাশি বেড়েছে মৃত্যুর সংখ্যাও।

এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে ২৪ ঘণ্টায় ১১ হাজার ৯১৯ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪৭০ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১১ হাজার ২৪২ জন। এই মুহূর্তে অ্যাকটিভ কেস ১ লক্ষ ২৮ হাজার ৭৬২। যা গত বছর মার্চের থেকে সর্বনিম্ন।

অন্যদিকে, কেরালায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৮৪৯ জন। সুস্থ হয়েছেন ৬০৪৬ জন এবং মৃত্যু হয়েছে ৬১ জনের।

 225 total views,  4 views today