নিজস্ব প্রতিনিধি – খুশির হাওয়া বইছে বলিউড বাদশাহ শাহরুখ খানের পরিবারে। ছেলে আরিয়ান ঘরে ফিরতেই উৎসবের আমেজ শাহরুখের অট্টালিকায়। আলো ঝলমলে মান্নাতে এখন কেবলই উৎসবের আমেজ। আরিয়ানের জামিন ঘিরে অনিশ্চয়তা থাকায় ঠিক হয়েছিল- উৎসব উদযাপন হবে না বাড়িতে। শেষমেশ শাহরুখের জন্মদিনের ঠিক দু’দিন আগেই ঘরে ফিরলেন ছেলে আরিয়ান। ভক্ত মহলে প্রশ্ন— কঠিন সময় পেরিয়ে কীভাবে নিজের এই বিশেষ দিন উদযাপন করবেন ‘বাদশা’? বারান্দায় এসে কি হাত নাড়বেন চিরাচরিত ভঙ্গিতে? খান পরিবারের ঘনিষ্ঠ এক জন জানিয়েছেন, এবার ছিমছাম জন্মদিন পালন করবেন শাহরুখ। ১৩ নভেম্বর আরিয়ানের জন্মদিনও পালিত হবে ঘরোয়া ভাবেই।
173 total views, 4 views today