নিজস্ব প্রতিনিধি – দীর্ঘ ছমাস পর চালু হলো দীঘা হাওড়া লোকাল ট্রেন। ট্রেনটি পাঁশকুড়া হয়ে দীঘার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। দীঘা মেচেদা লোকাল ট্রেনটি সকাল আটটায় মেচেদা থেকে ছেড়ে ১১টা ৫ মিনিটে দীঘায় পৌঁছায়। দীর্ঘ ছয় মাস পর লোকাল ট্রেন সার্ভিস চালু হওয়ায় খুশি পর্যটক থেকে ব্যবসায়ীরা। শনিবার রেলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই শাখায় আপাতত দীঘা পাঁশকুড়া ও দীঘা মেছেদা লোকাল ট্রেন গুলি চলবে। দীঘা শঙ্করপুর হোটেলিয়াস  অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী বলেছেন, লোকাল ট্রেন চালু হয় আমরা খুবই খুশি। দীর্ঘদিন বন্ধ থাকার জন্য দীঘা পর্যটক খুবই কম আসছিল। আশা করা যাচ্ছে লোকাল ট্রেন চালু হওয়ার জন্য দীঘার হোটেল গুলি আবার জমজমাট হবে, ব্যবসায়ীরা আর্থিক দিক থেকে লাভবান হবেন।

 282 total views,  4 views today