নিজস্ব প্রতিনিধি – টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যসহ আশপাশের এলাকা। স্থানীয় সময় শনিবার (১৩ নভেম্বর) রাতে নিউইয়র্ক ও কানেটিকাট অঙ্গরাজ্যের উপর দিয়ে ঘণ্টায় ১শ’ ২৮ কিলোমিটার বেগে বয়ে যায় এই টর্নেডো। এতে বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বহু গাছপালা উপড়ে পড়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বহু এলাকা। শুধু কানেটিকাট অঙ্গরাজ্যের ৯ হাজারের বেশি বাসিন্দা বিদ্যুৎহীন রয়েছেন। গাছপালা উপড়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়, শনিবার বেশ কয়েকটি টর্নেডোর পূর্বাভাস দেওয়া হলেও কোন কোন এলাকায় এটি আঘাত হানতে পারে সে বিষয়ে আগাম কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি।
247 total views, 6 views today