নিজস্ব প্রতিনিধি – বিশ্বজুড়ে বিভিন্ন শেয়ার বাজারের পতনের পর আশঙ্কা ছিলই। সেই আশঙ্কা সত্যি করে শুক্রবার সকালে বিপুল পতনের সাক্ষী থাকল ভারতের শেয়ার বাজার। করোনাভাইরাসের নতুন রূপ নিয়ে তটস্থ সেনসেক্স পড়ল প্রায় এক হাজার ৪০০ পয়েন্ট। প্রায় ৪০০ পয়েন্ট নামল নিফটিও।
শুক্রবার বাজার খুলতেই হুড়মুড় করে নামতে থাকে সূচক। সবচেয়ে বেশি পরিমাণে দাম কমতে থাকে গাড়ি, ব্যাংক, শক্তিক্ষেত্রের শেয়ারের। নিফটির ব্লু চিপ শেয়ারগুলির মধ্যে সবচেয়ে দাম কমে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের। একটা সময় প্রায় ২.৭ শতাংশ নেমে যায় দাম। দাম কমে এইচডিএফসি, এসবিআই, ইনফোসিসের মতো নামী শেয়ারেরও।
সকাল ১১টা সেনসেক্স নেমে যায় ১৪০৮ পয়েন্ট। পরে তা সামান্য বাড়লেও বাজারের তেমন একটা উন্নতি হয়নি। এই বিপুল পতনের ফলে বাজার থেকে বিনিয়োগকারীদের প্রায় সাড়ে ছ’লক্ষ কোটি টাকা উধাও হয়ে যায়।
183 total views, 8 views today