নিজস্ব প্রতিনিধি –  শাহরুখ খানপুত্র আরিয়ান খানকে নিয়ে বিপাকে আছেন মুম্বাইয়ের আর্থার রোড জেল কর্তৃপক্ষ। মাদক মামলায় গ্রেপ্তার আরিয়ান জেল জীবনের সঙ্গে মানিয়ে নিতে পারছেন না।  জেলে কারো সঙ্গে কথা বলছেন না আরিয়ান, এমনি তাঁর সঙ্গে গ্রেপ্তার হওয়া সঙ্গীদের সঙ্গেও না। খেতে চাইছেন না জেলের খাবার। এভাবে চলতে থাকলে আরিয়ানের অসুস্থ হয়ে পড়ার আশঙ্কায় করছে কারা কর্তৃপক্ষ। এরই মধ্যে জেলে আরিয়ান খানের নিরাপত্তা জোরদার করা হয়েছে। তাঁকে স্থানান্তর করা হয়েছে বিশেষ কারা ব্যারাকে। ২৪ ঘণ্টা নজরদারিতে রাখা হয়েছে।

 126 total views,  4 views today