নিজস্ব প্রতিনিধি – চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে নিজস্ব ভূমি ব্যবহারের অনুমতি দিয়েছে পাকিস্তান। আফগানিস্তানে সহায়তা হিসেবে ৫০ হাজার মেট্রিক টন গম পাঠাবে ভারত। এজন্য পাকিস্তানের রাস্তা ব্যবহার করা হবে। দেশটির মন্ত্রিসভা এই অনুমতি দিয়েছে বলে মঙ্গলবার (২৪ নভেম্বর) জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী জানিয়েছেন, ভারত আফগানিস্তানে ৫০ হাজার টন গম পাঠাতে চায়। আমরা রাস্তা ব্যবহারের অনুমতি দিয়েছি।
নয়াদিল্লি এই ঘোষণার প্রতিক্রিয়া জানায়নি। পাকিস্তান বছরের পর বছর ধরে আফগানিস্তানের সঙ্গে ভারতের বাণিজ্যিক বা অন্যান্য পরিবহন সংযোগ দিতে অস্বীকার করে আসছে। ১৯৪৭ সালে ভারত থেকে পাকিস্তান আলাদা হওয়ার পর দেশগুলো এখন পর্যন্ত তিনটি যুদ্ধ করেছে।
583 total views, 8 views today












