নলিন সরকার স্ট্রীটের পুজো:
উত্তর কলকাতার পুরনো কালীপুজোগুলির অন্যতম নলিন সরকার স্ট্রিটের পুজো। নলিন সরকার স্ট্রিটের পুজোর এবার ৯১তম বর্ষ। মণ্ডপ সজ্জায় ব্যবহার করা হয়েছে পটচিত্র। এই পুজো জিতে নিল এবিপি আনন্দ-র সেরার সম্মান।
এন্টালী তরুণ সংঘ:
আলোক আনন্দ সম্মান ২০২১-এ সেরা পুজো হিসেবে উঠে আসছে এন্টালির তরুণ সঙ্ঘ। এন্টালি তরুণ সঙ্ঘের এবার ৭৫ তম বর্ষ। মণ্ডপে ঐতিহাসিক চরিত্রদের ইনস্টলেশন। বিশাল মণ্ডপের মধ্যে প্রতিমাও ঐতিহ্যময়ী।
ডানলপের হাওয়া সকালের পুজো:
এবছর অষ্টম বছরে পদার্পণ করল হাওয়া-সকালের পুজো। ডানলপের এই ক্লাবের পুজোর থিমের নাম দেওয়া হয়েছে ‘বিষ্ণুধামে কালীপুজো’। এখানে বদ্রীনাথ মন্দিরের আদলে তৈরি হয়েছে মণ্ডপ। এবার এই পুজো পেল এবিপি আনন্দর সেরা পুজোর সম্মান।
100 total views, 2 views today